পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে নির্মিত নৌবাহিনীর জেটি ঘুর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উত্তাল ঢেউয়ের তোড়ে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে।
বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে কক্সবাজারের ইনানী সৈকতে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে নৌবাহিনীর নির্মিত দৃষ্টিনন্দন এই জেটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন এজেটিটি ভেঙ্গে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউএনও আরও জানান, জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে যায়। স্থানীয় কয়েকজন জেলে বলেন, রাতের সাগর খুব উত্তাল ছিল এবং বাজটি বারবার জেটিতে আঘাত করছিল। হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা জেটির অবস্থার অবনতি দেখতে পান।
সুত্রে জানা যায়,এই জেটিটি ২০২০ সালে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্ঠানের জন্য বাংলাদেশ নৌবাহিনী নির্মাণ করেছিল। সেই সময় পরিবেশবাদীরা দীর্ঘ সৈকত দ্বিখণ্ডিত করে জেটি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন। নির্মিত এই জেটি পর্যটকদের কাছে পর্যটন স্পট হিসেবেও আকর্ষণীয় ছিল।
বিশ্বস্ত সুত্রে জানা যায়,অবকাঠামোগত দিক থেকে এই সেতু খুবই মজবুত এবং টেকসই। আগামী পহেলা নভেম্বর থেকে এই জেটি থেকে সেন্টমার্টিনগামী দুটি জাহাজ চলাচলের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তাই এই জেটি নিয়ে কোন চক্রান্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার দাবী জানান অনেকেই।