পর্যটন নগরী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা,পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই বাড়ির রান্নাঘরের মেঝে থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন-শান্তিবাজার এলাকার নুর আকতারের স্ত্রী রুনা আকতার (৩২) ও তার শিশুকন্যা জারিয়া আকতার (৬)।
পুলিশ জানায়,দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী ও মেয়েকে ঘরে রেখে পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যান নুর আকতার।নামাজ শেষে ঘরে ফিরে দেখেন,কারও সাড়া শব্দ নেই। একপর্যায়ে রান্নাঘরে গিয়ে মেঝেতে তার স্ত্রী ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখে।খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন,অনুসন্ধান করা হচ্ছে।নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার আসল রহস্য উন্মোচন হবে বলেও তিনি জানান।