চট্টগ্রাম-কক্সবাজারগামী চুনতি সংরক্ষিত বনাঞ্চল এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায়
আহত বন্য হাতিটি অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল মঙ্গল (১৫ অক্টোবর) বিকালে চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের চিকিৎসক হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকারনাইম।
সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান,ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের পায়ে গুরুতর আঘাত হয় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
গুরুতর আহত অবস্থায় হাতিটি
আনা হয় ডুলাহাজারা সাফারি পার্কে হাতিটির চিকিৎসায় সাফারি পার্কের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয় একটি টিম।
হাতিটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সাফারি পার্কে যান প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। তবে তিনি পৌঁছানোর আগেই মারা যায় হাতিটি।
প্রধান বন সংরক্ষক জানান,কক্সবাজারে বন্য হাতির চলাচলের রাস্তায় রেল লাইন নির্মিত হয়েছে। রেল কর্তৃপক্ষের কাছে বন বিভাগের পক্ষ থেকে হাতির মৃত্যুরোধে কয়েকটি প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।
মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হবে বলে জানান সাফারি পার্কের কর্মকর্তারা। উল্লেখ্য গত রবিবার ঢাকাগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে এই হাতি।