কক্সবাজারে ঘুর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ও সাথে হালকা বাতাস বইতে শুরু করেছে। ইতোমধ্যে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে বর্তমান প্রায় ৬৫০ কি.মি দূরে অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের এলাকায় অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৪০ কি.মি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৫৫ কি.মি দূরে রয়েছে এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৬৫০ কি.মি.দুরে অবস্থান করছে।
গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কি.মির মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৫০ কি.মি প্রতি ঘণ্টা, যা দমকা হাওয়ায় ৬০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।
অন্যদিকে ঘুর্ণিঝড় ‘দানা’মোকাবেলায কক্সবাজার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বাড়তি নিরাপত্তায় বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে বলে জানা গেছে। টুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতে অবস্থানরত পর্যটকদের সতর্ক থাকতে বার বার হ্যান্ডমাইকে বিভিন্ন দিক নিদর্শনা দিতে দেখা গেছে।