পর্যটন নগরী কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিখোঁজের ৭ঘণ্টা পর মৎস্য ঘেরের ঝিক থেকে ভাসমান অবস্থায় আবু বক্কর ছিদ্দিক (৮) ও নাজেম উদ্দিন (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বর্ণিত উপজেলার পেকুয়া সদর ইউপির পশ্চিম সিরাদিয়া এলাকায় বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে তাদের লা’শ উদ্ধার করা হয়।
আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন ওই এলাকার ওয়াজ উদ্দিন এবং নজরুল ইসলামের ছেলে সন্তান।উদ্ধারকৃত শিশু দুইজনই চাচাতো ভাই ও স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক জানান, সকাল ১০টার দিকে আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিাবরের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করার পরও পাওয়া যায়নি। পরে বিকেল ৪টার দিকে মৎস্য ঘেরের ঝিঁক থেকে মাছ উঠানোর সময় ওই দুই শিশুর লাশ পাওয়া যায়। পরে পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ওই ইউপি সদস্য। এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।