নুরুল আমিন হেলালী : পর্যটন নগরী কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরের পানিতে ডুবে মোঃ ইব্রাহিম (৭) নামের এক মাদারাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
পুলিশ ও ইব্রাহিমের পরিবার সুত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৭ টার সময় ইব্রাহিম বাড়ী হতে মাদ্রাসায় যায়। সকাল সাড়ে ৯ টার সময় মাদ্রাসা ছুটির পর বাড়ীতে এসে পুনরায় তার ছোট বোন রাহিয়াকে নিয়ে খেলতে বাড়ী হতে বের হয়। এসময় বাড়ির পার্শ্ববর্তী ছাড়িয়াখাল জামে মসজিদ পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়ীতে এসে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশী সকাল সাড়ে ১০টার সময় ইব্রাহিমকে
পুকুর হতে উদ্ধার করে ঈদগাঁওস্থ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার এসআই আরকানুল ইসলাম।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মছিউর রহমান শিশু মৃত্যুর বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।