স্পোর্টস ডেস্ক : একটি বড় স্বপ্ন নিয়ে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তার লক্ষ্য ছিল গোল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ব্যালন ডি’অর জয়। সেই লক্ষ্য অর্জনের পথে দ্রুত এগিয়ে চলছে এই ফরাসি তারকা।
ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিক অর্জন করেছেন এমবাপে। লা লিগায় তার হ্যাটট্রিকের সাহায্যে ভায়োদোলিদকে ৩-০ গোলে পরাজিত করেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করে নিয়েছে রিয়াল। অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪ পয়েন্টে পিছনে ফেলে টেবিলের শীর্ষে রয়েছে তারা।
রিয়ালের পয়েন্ট এখন ৪৯, যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৯, আর টেবিলের তলানিতে থাকা ভায়োদোলিদের পয়েন্ট ১৫।
শনিবার রাতে ভায়োদোলিদের মাঠ হোস জোরিলা স্টেডিয়ামে ৩০ মিনিটে প্রথম গোলটি করেন এমবাপে। জুড বেলিংহ্যামের সঙ্গে পাস আদান-প্রদান করে ডি-বক্সে প্রবেশ করেন তিনি এবং ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন।
দ্বিতীয় গোলটি আসে ৫৭ মিনিটে, যখন রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক চালিয়ে রদ্রিগো থেকে পাস পান এমবাপে। ডি-বক্সের কাছাকাছি গিয়ে পেনাল্টি বক্সের বাঁ পাশে শট নেন তিনি, যা ভায়োদোলিদের গোলরক্ষককে পরাস্ত করে।
শেষ গোলটি আসে ৯০ মিনিটে পেনাল্টি থেকে। ডি-বক্সের ভেতরে ভায়োদোলিদের মারিও মার্টিন জুড বেলিংহ্যামকে ট্যাকল করলে পেনাল্টির সিদ্ধান্ত আসে। ভিএআরের সহায়তায় রেফারি এই সিদ্ধান্ত নেন এবং মার্টিনকে লাল কার্ড দেখান, ফলে ভায়োদোলিদ ১০ জনে পরিণত হয়।
স্পটকিকে সফল হন এমবাপে এবং রিয়াল ৩-০ গোলে এগিয়ে যায়। শেষ বাঁশির আগে আর কোনো গোল হয়নি।
ম্যাচ শেষে ‘রিয়াল মাদ্রিদ টিভি’কে এমবাপে বলেন, “হ্যাটট্রিকের জন্য খুশি। তবে জয়ের জন্য আরও বেশি খুশি, কারণ আমি প্রতি সপ্তাহেই বলি যে জয় আমাদের লক্ষ্য। অ্যাথলেটিকোর বিপক্ষে ড্রয়ের পর আজকের জয়টি অনেক গুরুত্বপূর্ণ ছিল।”
তিনি আরও বলেন, “আমাদের ভালো খেলতে হবে। আমরা দলগতভাবে প্রথম গোলটি করেছি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলতে পারতাম, তবে আমরা দ্বিতীয় গোলটি করেছি এবং খেলা ভালোভাবে পরিচালনা করে তৃতীয় গোলটি করি।”