1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

এবার ইশরাকের বিরুদ্ধে হিরো আলমের লড়াই

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮ বার পঠিত হয়েছে
হিরো আলম

বিনোদন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। রাজনীতিতে সক্রিয় এই আলোচিত ব্যক্তিত্ব এর আগে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার অংশ নিয়ে আলোচনায় এসেছেন। এবার ঢাকার নগরবাসীর সেবায় মেয়র হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি

 

বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করব। মানুষের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সময় হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’

 

বিএনপির সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা কতটা চ্যালেঞ্জ হবে এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘কোনো নির্বাচনই সহজ নয়। তবে আমি আমার মতো কাজ করে যাচ্ছি। সবকিছু নির্ভর করে জনগণের ওপর। যদি জনগণ চায়, তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি।’

 

তিনি আরও জানান, অনেকেই তাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে আলোচনার মধ্যেই মেয়র নির্বাচন নিয়ে সিদ্ধান্তে আসছেন তিনি।

 

এর আগে ২০২৩ সালের ২৩ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে অংশ নেন হিরো আলম। ওই ভোটগ্রহণের দিন তার ওপর হামলার ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে ভোট বাতিলের দাবি জানান।

 

তা ছাড়া, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল করিম তানসেন ৮৩৪ ভোটে বিজয়ী হন, আর বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান জয়ী হন।

 

জাতীয় নির্বাচন থেকে এবার নগরপাল হওয়ার দৌড়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম। সময়মতো আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন তিনি।

 

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews