1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

ঈদে নায়িকাদের লড়াই

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক : ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের অন্যতম অনুষঙ্গ প্রিয়জনদের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা। যদিও মাঝে সিনেমা নিয়ে দর্শক মনে যে নিরাশার বীজ বপন হয়েছিল, মহামারি করোনাকাল অতিক্রম করে ঈদের সিনেমা দিয়ে গত কয়েক বছর কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে। দেশের প্রেক্ষাগৃহ মালিকদের মুখেও কিছুটা স্বস্তি ফিরেছে। বেশ কয়েক বছর ধরেই ঢালিউড সিনেমা ঈদ কেন্দ্রিক। উৎসব ছাড়া সিনেমা মুক্তি পেলে মুখ থুবড়ে পড়ে। এখন ঈদনির্ভর ঢাকাই সিনেমা। যে কারণে প্রযোজক ও পরিচালকরা ঈদ উৎসবের দিকেই তাকিয়ে থাকেন।

ঈদ যতই কাছাকাছি আসছে ততই সিনেমা নিয়ে আলোচনা বেড়েই চলেছে। এবার ৪ সিনেমায় মাতবে ঈদ। এখন পর্যন্ত মুক্তির মিছিলে ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’ ও ‘জ্বীন ৩’ নামের সিনেমাগুলো রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, এই চারটি সিনেমা নিশ্চিত মুক্তি পাবে! চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, গত দেড় যুগের একই চিত্রপট এবারও থাকবে, বরাবরের মতো এবার ঈদও থাকবে শাকিব খানের কব্জায়।

তবে ঈদ সিনেমার ক্ষেত্রে প্রতি বছরই নায়িকাদের লড়াইটা বেশ জমজমাট হয়। তার ব্যতিক্রম ঘটছে না এবারও। চার সিনেমার মধ্য দিয়ে এবারের ঈদে লড়াইয়ে নামছেন ৫ নায়িকা। তারা হলেন- তমা মির্জা, শবনম ইয়াসমিন বুবলী, নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি ও কলকাতার ইধিকা পাল। দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন ঢালিউডের গ্ল্যামারাস এবং সু-অভিনেত্রী তমা মির্জা। এই সিনেমায় তার সহশিল্পী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এই জুটির দ্বিতীয় সিনেমা ‘দাগি’।

অভিনয়ের ক্ষেত্রে বরাবরই প্রশংসিত তমা। এই সিনেমাতেও দর্শকদের মনোযোগে থাকবেন বলেই ধারণা সিনেমা-সংশ্লিষ্টদের। দৈনিক রূপালী বাংলাদেশকে তমা মির্জা বলেন, ‘দাগি অনেক বড় আয়োজনের একটি সিনেমা। এই সিনেমার জন্য দুই বছর অন্য কাজ করিনি। চেয়েছিলাম ভালো একটি কাজ দিয়ে দর্শকদের সামনে আসতে। এই প্রজেক্ট (দাগি) সবদিক থেকে উপযুক্ত মনে হয়েছে যে কারণে কাজটি করা। এমন একটি সিনেমাতে কাজ করে ভালো লাগছে। নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজটি দর্শক বেশ ভালো ভাবে নিয়েছিল। আশা করছি, এই সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।’ সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ‘ন ডরাই’ খ্যাত সুনেরাহ বিনতে কামালকেও।

চিত্রনায়ক শাকিব খানের বলয় থেকে বেরিয়ে এসে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী এখন অন্য নায়কের সঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এর মধ্যে মাহফুজ আহমেদের সঙ্গে তার ‘প্রহেলিকা’ ও শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমা দুটি প্রশংসা কুড়িয়েছে। গত দুই ঈদে দুটি সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে ছিলেন এই অভিনেত্রী। তবে এবার সেটি হচ্ছে না। একটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। এম রাহিম পরিচালতি ‘জংলি’ সিনেমায় তাকে দেখা যাবে। এই সিনেমার মাধ্যমে সিয়াম আহমেদের সঙ্গে জুটি হয়েছেন তিনি। এর আগে একসঙ্গে একটি ওয়েবে কাজ করলেও এবারই প্রথম বড় পর্দায় হাজির হচ্ছেন তারা। যে কারণে এবার অনেকের এই জুটির দিকে নজর থাকবে।

বুবলীর সঙ্গে এই সিনেমায় রয়েছেন আরেক নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার-প্রচারণা। গত ১২ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত ‘জনম জনম’ গানটি দর্শকের আগ্রহ বাড়িয়েছে। পোস্টার ও গান দেখে ধারণা করা যায়, সিয়াম ও দীঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন। হয়ে ওঠে জংলি। সে সময় তার জীবনে আগমন হয় বুবলীর। বুবলীর লুক এই সিনেমায় এখন পর্যন্ত বেশ আগ্রহী করে তুলেছে দর্শকদের। দেখার বিষয় ঈদের সময় সেই আগ্রহের পারদ কতটা বাড়ে!

পরিপাটি এবং ফ্যাশনেবল লুকের কারণে নুসরাত ফারিয়ার রয়েছে বিশেষ ভক্তশ্রেণি। এরই মধ্যে তার বেশ কয়েকটি সিনেমা দর্শক দেখেছে। তবে মানতেই হবে, এ সময়ের অন্যতম গর্জিয়াস নায়িকা তিনি। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বিন-৩’ সিনেমার মাধ্যমে ঈদে প্রেক্ষাগৃহে আলো ছড়াবেন ফারিয়া। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় নায়িকার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দর্শক এই জুটিকে কীভাবে গ্রহণ করে, সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

প্রত্যাশার কথা জানিয়ে নুসরাত ফারিয়া দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হয়েছে। এতে ভৌতিক ব্যাপার আছে, ইমোশন আছে। দর্শক গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবে। প্রায় সাত বছর পর এই সিনেমার মাধ্যমে জাজের ব্যানারে কাজ করেছি। আমাকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। এমন চরিত্রে আগে দেখা যায়নি, সবাই আমাকে গ্ল্যামারাস লুকে দেখে অভ্যস্ত। তবে এই সিনেমায় গ্রামের এক সহজ সরল চরিত্রে দেখা যাবে। সিনেমাটির মাধ্যমে অনেক দিন পর দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। কিছুটা ভয় কাজ করলেও আমি আশাবাদী দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।’

ঢালিউডের প্রথম সিনেমায় অভিনয় করেই রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন কলকাতার তরুণ নায়িকা ইধিকা পাল। ঢাকার কিং শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে দুই বাংলায় হৈচৈ ফেলে দেন। এরপর আরও একটি ঢাকার সিনেমায় অভিনয় করলেও সেটি এখনো মুক্তির আলোয় আসেনি। মুক্তির দিক থেকে ঢালিউডে দ্বিতীয় সিনেমা নিয়ে আসছে ঈদ প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন ইধিকা পাল। নতুন পরিচালক, ছোট পর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের সঙ্গে হাজির হবেন তিনি। সিনেমাটি নিয়ে দর্শকরা যেমন আশাবাদী, তেমনি আশায় বুক বেঁধেছেন নায়িকাও।

সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার প্রকাশিত টিজারে দেখা মিলেছে এই নায়িকার। টিজারে শাকিব খানকে দেখা গেছে গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তানের চরিত্রে। যে কিনা ড্রাগ নিচ্ছে, যার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে, রক্ত ছিটকে এসে লাগছে তার চোখে-মুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। সেই নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। এখন দেখার বিষয় ‘প্রিয়তমা’র পর এই সিনেমায় দর্শকরা কেমনভাবে গ্রহণ করেন ইধিকাকে।

দ্বিতীয় সিনেমা নিয়ে আশা ব্যক্ত করে কলকাতার নায়িকা ইধিকা পাল দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ক্যারিয়ারের প্রথম সিনেমাতে ঢাকার দর্শকদের অভাবনীয় ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রিয়তমা সিনেমা আমাকে দুই বাংলায় আলাদা পরিচিতি এনে দিয়েছি। আশা করছি, দ্বিতীয় সিনেমা বরবাদেও দর্শকরা ভালোবাসা উজার করে দিবে। সিনেমাটি ভালো করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। কতটুকু পেরেছি তা মুক্তির পর বলা যাবে। তবে আমাদের কমতি ছিল না।’

সব মিলিয়ে বলা যায় এবারের ঈদে বড় পর্দায় নায়িকাদের লড়াইটা বেশ জমজমাট হবে। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর লড়াই কেমন হবে বা কোন সিনেমা বেশি দর্শকপ্রিয়তায় কোন নায়িকা এগিয়ে যাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। তবে সিনেমার পাত্র-পাত্রী শতভাগ প্রত্যাশার কথা জানালেও শেষপর্যন্ত দর্শকের কাছে কোন সিনেমাটি কতটা গ্রহণযোগ্যতা পাবে, তা কেবল সময়ই বলে দেবে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews