1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

ইসলামী বিপ্লবের বার্ষিকী উদযাপনে তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার পঠিত হয়েছে
ইসলামী বিপ্লবের বার্ষিকী উদযাপনে তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী সমাবেশ করেছে ইরান। দিনটি উদযাপন করতে তেহরানের আজাদি স্কয়ার এবং অন্যান্য শহরে বিপুল জনতা রাস্তায় নেমে আসে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠানের আগে এক বিবৃতিতে ঐক্য ও স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে জনগণকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল।

১৯৭৯ সালের ১০ ফেব্রুয়ারিকে ইসলামি বিপ্লবের চূড়ান্ত দিন হিসেবে চিহ্নিত করে ইরান। এর মধ্য দিয়ে মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লবের ফলে ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা।

বিপ্লবের পর থেকেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের টানাপোড়েন চলছে। দেশটির পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব কমানোর জন্য একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার তেহরানে জনতা পতাকা নেড়ে এবং স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। কেউ কেউ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলেইমানির ছবি সম্বলিত ব্যানার বহন করেন।

তাসনিম নিউজ এজেন্সির সংবাদ অনুসারে, ইরানের ১৪০০ হাজারের বেশি শহর-অঞ্চলে এবং ৩৮ হাজার গ্রামে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে শত শত বিদেশি অতিথিও ইরান ভ্রমণ করেছেন বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ১০ ফেব্রুয়ারির সমাবেশ ইরানি জনগণের ঐক্য ও সম্প্রীতির বহিঃপ্রকাশ এবং স্বাধীনতা, গণতন্ত্র ও নিরাপত্তার মূল্যবান উত্তরাধিকার রক্ষায় জাতীয় ইচ্ছার প্রতিফলন। এটি এই ভূমির মহৎ সন্তানদের ত্যাগ ও উৎসর্গের মাধ্যমে অর্জিত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, গত ৪৬ বছরে ইরাকের সঙ্গে আট বছরের ‘আরোপিত যুদ্ধ’, সন্ত্রাসবাদ, নাশকতা, অবৈধ বিদেশি হস্তক্ষেপ, অন্যায্য নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক চাপসহ অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করেছে ইরান। এই বিধিনিষেধ সত্ত্বেও তেহরান স্বয়ংসম্পূর্ণতা এবং অন্যান্য দেশের সাথে সহযোগিতার উপর জোর দেওয়া অব্যাহত রেখেছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews