1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

ইসরাইলকে থামাতে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৬ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ ও জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

শীর্ষ এই ইরানি কূটনীতিক শনিবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে একটি টেলিফোন আলাপচারিতায় কথা বলেন।

এ সময় তিনি বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলের আগ্রাসন প্রতিরোধে ‘কঠোর ও সমন্বিত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। খবর প্রেস টিভির।

আরাগচি গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন পুনরায় শুরু করার বিষয়টি উল্লেখ করেন। যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তেলআবিবের হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

নতুন এই গণহত্যামূলক অভিযানে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এর আগের ১৫ মাসের বর্বর সামরিক অভিযানে প্রায় ৬২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

মর্মান্তিক এই বর্বরতার মধ্যে ইসরাইলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজ গাজার কিছু অংশ দখল করার হুমকি দিয়েছেন, যদি হামাস ফিলিস্তিনে আটক রাখা জিম্মিদের মুক্তি না দেয়।

আরাগচি তার বক্তব্যে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান সামরিক আগ্রাসনেরও নিন্দা জানান। যেখানে নিরপরাধ নারী ও শিশুদের মৃত্যু এবং দেশের অবকাঠামো ধ্বংস হচ্ছে।

তিনি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন। যেন তারা সহিংসতা ও দারিদ্র্যপীড়িত আরব উপদ্বীপ দেশ ইয়েমেনের মুসলিমদের সহায়তা করতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে তাদের আক্রমণ তীব্র করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের আনসারাল্লাহ সশস্ত্র গোষ্ঠীকে ‘ধ্বংস’ করার অঙ্গীকার করেছেন। যারা গাজার পক্ষে সানার সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে কাজ করছে।

এ সময় প্রিন্স ফারহান ইসরাইলি শাসনের প্রাণঘাতী আগ্রাসনের নিন্দায় রিয়াদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি গাজা সংকট উত্তরণ এবং চলমান উত্তেজনার বৃদ্ধি প্রতিরোধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় এবং ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সূত্র: মেহের নিউজ

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews