1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

আরাফার খুতবায় বিশ্ব মুসলিমের শান্তি কামনা

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
কাবার ইমাম ও খতিব শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। ছবি- সংগৃহীত

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া এবং বিশ্ব মুসলিমের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হলো এবারের আরাফার খুতবা।

আজ বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র কাবার ইমাম ও খতিব শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ আরাফার ময়দানের মসজিদে নামিরাহ থেকে এই গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেন।

খুতবা শেষে তিনি বিশেষভাবে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে বলেন, ‘হে আল্লাহ! আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন। তাদের ওপর আপনার রহমত বর্ষণ করুন।’

স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে খুতবা শুরু হয়। এ সময় দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খ, হজ ও উমরা বিষয়ক মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হজের খুতবায় শায়খ ড. সালেহ বিন হুমাইদ মুসলিম উম্মাহকে পরিপূর্ণ মুমিন হওয়ার আহ্বান জানান। তিনি আল্লাহর আনুগত্য, গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা এবং যারা ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দেন।

তিনি নবী করিম (সা.)-এর হাদিস উল্লেখ করে বলেন, ‘ইসলাম হলো- আল্লাহ এক এ বিষয়ে সাক্ষ্য দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, জাকাত প্রদান করা ও সক্ষম হলে হজপালন করা।’

খতিব আরও বলেন, আল্লাহ চান পৃথিবীর মানুষ যেন তাকওয়াবান হয় এবং একমাত্র আল্লাহর ইবাদত করে।

সমাজের বন্ধন দৃঢ় করার ওপর জোর দিয়ে হজের খতিব বলেন, ‘তোমরা পরস্পর ভ্রাতৃত্ববন্ধন রক্ষা করবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে এবং আল্লাহর ইবাদত করবে।’

উল্লেখ্য, সৌদি আরবে ৯ জিলহজ হাজিদের আরাফায় অবস্থানের দিন।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews