1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরতে চাই না : আলী রীয়াজ

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩ বার পঠিত হয়েছে
আলী রীয়াজ

নিউজ ডেস্ক : জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে ঐকমত্য হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

রোববার (২৯ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশের স্বার্থে সংস্কার আলোচনার অগ্রগতি প্রয়োজন উল্লেখ অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না৷ তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন৷ যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কী শুধু নিজের ও দলের স্বার্থ চাইব, নাকি দেশের স্বার্থও দেখব? আমরা আশাকরি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে পারবো।

কমিশন বৈঠকে আলোচনার বিষয় নিয়ে তিনি আরও বলেন, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে। উচ্চকক্ষ প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন গঠনের একমত বেশিরভাগ দল।তবে কিছু দল একমত হয়নি।

নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রাপ্ত ভোটের মাধ্যমে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট করার জন্য অধিকাংশ দল মতামত দিয়েছে। কিছুকিছু দল এই বিষয়ে সুস্পষ্ট আপত্তি জানিয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু দ্বিকক্ষ পার্লামেন্ট গঠনে আগ্রহী আছে সেক্ষেত্রে ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে একমত হতে পারবো। যে সমস্ত দলগুলোর এই বিষয়ে আপত্তি আছে তারা জানিয়েছে আবারও এই বিষয় নিয়ে আলোচনা করবে।

এছাড়া সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি (সংসদ বহাল থাকলে- প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলের নেতা, অন্য বিরোধী দলগুলোর নির্বাচিত একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি, বিচারপতির প্রতিনিধি) নিয়ে আরো একটু আলোচনার দরকার আছে। যে সব দল এখনো একমত হতে পারেনি তাদের পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে বলেও জানান ঐকমত্য কমিশনের সহ০সভাপতি আলী রীয়াজ।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews