1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

আগুনে পুড়ছে সুন্দরবন

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক – পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনাঞ্চলে আগুন লেগেছে। শনিবার সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগও দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। তারা অগ্নিনির্বাপণে কাজ শুরু করেছে।

তবে পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস শনিবার দুপুরে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। আগুন যাতে বনের ব্যাপক এলাকায় ছড়াতে না পারে সেজন্য বিকালে আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু হয়েছে। আশপাশে পানির কোনো উৎস নেই বলে তিনি জানান। বনের খাল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, আমরা সকালে আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সুন্দরবনে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, বনরক্ষী ও ফায়ার সার্ভিস সদস্যরা সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews