1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে র‍্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি ব্রেভিসের

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
ডেওয়াল্ড ব্রেভিস

স্পোর্টস ডেস্ক : র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০তেও ছিলেন না ডেওয়াল্ড ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারই অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার করে বসলেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি। আর তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে অভাবনীয় এক উন্নতি করে বসেছেন তিনি। শুধু তিনি নয়, আইসিসির নতুন হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন এসেছে অনেকের অবস্থানেই।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার টিম ডেভিড ঢুকে পড়েছেন শীর্ষ দশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করে তিনি ছয় ধাপ এগিয়ে ১০ম স্থানে পৌঁছেছেন। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং। তার সতীর্থ ক্যামেরন গ্রীনও সমান ছয় ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন।

দক্ষিণ আফ্রিকার তরুণ ডেওয়াল্ড ব্রেভিস অসাধারণ এক ইনিংস খেলে সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ডারউইনে তিনি ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর ফলে তিনি ১০০’রও বাইরে থেকে এক লাফে ২১তম স্থানে উঠে আসেন।

দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসও এগিয়েছেন। তিনি ১২ ধাপ উঠে যৌথভাবে ২৭তম স্থানে পৌঁছেছেন। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড তিন ধাপ উঠে ২০তম স্থানে, কাগিসো রাবাদা ১৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৪তম স্থানে এবং লুঙ্গি এনগিডি ১৪ ধাপ এগিয়ে ৫০তম স্থানে অবস্থান করছেন।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের অগ্রগতি চোখে পড়ার মতো। জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ সিরিজ জয়ের পর পেসার ম্যাট হেনরি সিরিজসেরা হন। তিনি ৯.১২ গড়ে ১৬টি উইকেট নেন এবং এক ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা তৃতীয় স্থানে পৌঁছান। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে পিছনে ফেলেছেন। আপডেট তালিকায় তার সামনে আছেন কেবল শীর্ষে থাকা জসপ্রিত বুমরাহ ও দ্বিতীয় স্থানে থাকা রাবাদা।

নিউজিল্যান্ডের তিন ব্যাটারও উন্নতি করেছেন। রাচিন রবীন্দ্র ১৫ ধাপ এগিয়ে ২৩তম, ডেভন কনওয়ে সাত ধাপ এগিয়ে ৩৭তম এবং হেনরি নিকোলস ছয় ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে বোলিং তালিকায় কয়েকজন বড় অগ্রগতি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোটি পাঁচ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছেন। তার সতীর্থ জেডেন সিলস ২৪ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে এবং পাকিস্তানের আব্রার আহমেদ তিন ধাপ এগিয়ে ৫৪তম স্থানে অবস্থান করছেন।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews