বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা হঠাৎ করেই পাঁচ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। নিউইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন। সেখানে গিয়েই পরিচয় ও প্রেম হয় এক মার্কিন নাগরিকের সঙ্গে, পরে বিয়েও করেন। তবে এতদিন সেই সম্পর্ককে গোপনই রেখেছিলেন পিয়া। অবশেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামীর সঙ্গে একাধিক স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করে তাকে আনলেন সকলের সামনে।
এ বছরের এপ্রিলেই এক সাক্ষাৎকারে পিয়া জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করবেন। কিন্তু অপেক্ষা আর না বাড়িয়ে গত ২৬ জুন সেরে ফেলেছেন বিয়ের আনুষ্ঠানিকতা—এ তথ্যও মিলেছে তার ইনস্টাগ্রাম থেকে।
তবে পিয়া তার স্বামীর নাম-পরিচয় গোপন রেখেছেন। বলেছেন, ব্যক্তিগত কারণে তিনি স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না। তা সত্ত্বেও স্বামীর সঙ্গে পোস্ট করা ছবিগুলোতে ইতোমধ্যেই ১৪ হাজারের বেশি রিঅ্যাকশন ও অর্ধশতাধিক শুভেচ্ছাবাণী এসেছে।
পিয়া বিপাশার ক্যারিয়ার শুরু হয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এরপর তিনি বিজ্ঞাপনে কাজ শুরু করেন এবং দ্রুতই ছোট পর্দায় জনপ্রিয়তা পান।
২০১৩ সালে তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। চলচ্চিত্রেও নাম লেখান পিয়া, অভিনয় করেন ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ সিনেমাতে। পরে শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে সুযোগ চলে যায় অপু বিশ্বাসের কাছে।
তবে পিয়ার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের শোবিজে টিকে থাকার মতো মানসিকতা তার ছিল না। তিনি বলেন, ‘ভালো সিনেমার প্রস্তাব পেয়েও কাজ করা সম্ভব হয়নি। লবিং ছাড়া কাজ হতো না। আশপাশের মানুষও অদ্ভুত ছিল। তাই ধীরে ধীরে ইচ্ছেটা মরে যায়।’
বাংলাদেশ ত্যাগের আগে পিয়ার প্রথম সংসারে একটি কন্যাসন্তান ছিল। সেই মেয়েকে নিয়েই জীবনের লড়াই শুরু হয় তার। তিনি বলেন, ‘আমার একটি মেয়ে ছিল। সেই মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। পাঁচ বছর আগে চলে আসি। আমেরিকায় এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। ইনস্টাগ্রাম তিন বছর ধরে বন্ধ ছিল। বছরখানেক ধরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। তাই ইনস্টাগ্রাম চালু করেছি।’
যুক্তরাষ্ট্রে পিয়া এখন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কাজে জড়িত। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দীর্ঘ তিন বছর বন্ধ রাখার পর গত এক বছর ধরে আবার সক্রিয় হয়েছেন কাজের প্রয়োজনে। এখন আর শোবিজের প্রতি আগ্রহ নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিয়া বিপাশা।
এই নতুন জীবনে পিয়াকে শুভকামনা জানিয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা।