ইন্টারনেট জগতে আপনাকে স্মার্ট হতে হবে। ইন্টারনেট বর্তমান সময়ে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ একটি নেটওয়ার্ক সিস্টেম। ডিজিটাল মাধ্যমে গণমাধ্যমকে এগিয়ে নিয়েছে অনন্য উচ্চতায়। আপনার হাতে স্মার্টফোন থাকলে এবং তাতে ডাটা কালেকশন থাকলে আপনি অনায়াসে যেকোন তথ্য জানতে পারেন দেখতে পারেন শুনতে পারেন।
তবে, স্মার্ট গণমাধ্যমে নির্ভরযোগ্য যেমন তথ্য রয়েছে তেমনি গুজব রটানো হচ্ছে।
পত্রিকা, নিউজ পোর্টাল, ও টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্ম ছাড়া অন্য কোথাও তথ্য নির্ভরযোগ্য মনে হয় না।
কিন্তু বর্তমান সময়ে সংবাদকর্মীরা ডিজিটাল প্লাটফর্মকে তাদের গ্রহণযোগ্য সম্পন্ন একটি গণমাধ্যমে রূপ দিয়েছে যেমন ফেসবুক , ইউটিউব।
এতেই ঘটছে বিপত্তি যেমন দেখা যায় হুট করে কোন একটি গুজবকে সত্য বলে চালানো হচ্ছে।এতে করে সমাজের উপরে খারাপ প্রভাব ফেলছে। সহজেই এই প্রভাব থেকে মুক্ত হওয়া যাচ্ছে না তবে অপ-সাংবাদিকতা রোধে অথবা সাংবাদিকতা করতে গেলে কি দরকার কোন মাধ্যম থেকে সাংবাদিকতা করা যাবে সেটা বোঝা উচিত।
আমরা কাদেরকে সাংবাদিক বলছি? টেলিভিশন, পত্রিকা, গ্রহণযোগ্য সম্পন্ন অনলাইন নিউজ পোর্টাল এটা হতে পারে সাংবাদিকদের মূল স্তম্ভ অথবা মিডিয়া।
আজকাল দেখা যায় ফেসবুক ব্যবহারকারীরাও একটি ফেসবুক পেজ নিউজ কোয়ালিটির নাম ব্যবহার করে তারাও বলে যাচ্ছেন সংবাদকর্মী অথবা সাংবাদিক, পরিচয় দিচ্ছেন সবার কাছে।
এতে করে অপ-সাংবাদিকতা দিন দিন বেড়েই চলছে। অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিক পরিচয়দানকারী এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।
লেখক,