পর্যটন নগরী কক্সবাজারে যাত্রীদের চাহিদা ও পর্যটন শিল্পের নতুন মাইলফলক হিসেবে পূর্বঘোষিত ২৭অক্টোবর(রোববার)থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট উঠানামা করবে আজ। এতে করে দিনে গিয়ে দিনেই ঘুরে আসতে পারবে পর্যটক ও যাত্রীরা। নতুন সুবিধা কার্যকর হলে পর্যটন খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। আর যাত্রী বাড়লে ফ্লাইট সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
কক্সবাজার বিমানবন্দরে এতদিন ফ্লাইট ওঠানামা করত সন্ধ্যা ৭টা পর্যন্ত। সম্প্রতি রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে বর্তমানে বিভিন্ন এয়ারলাইন্সের দৈনিক ১৭টি ফ্লাইট চালু রয়েছে। নতুন সুবিধা কার্যকর হলে বাড়বে ফ্লাইট সংখ্যাও এমনটাই জানা গেছে। এক দিনেই ঘুরে আসতে পারবেন পর্যটক ও যাত্রীরা।
রাতে ফ্লাইট চালু করাকে পর্যটনের প্রসারে বড় সুযোগ হিসেবে দেখছেন এ খাত সংশ্লিষ্টরা। তবে কেউ কেউ মনে করছেন ২৪ ঘণ্টাই এই বিমানবন্দরটি খোলা রাখা উচিত।এদিকে, চাকরির কারণে কক্সবাজারে প্রচুর বিদেশি আছে। তাদের নানা কাজে প্রায়ই ঢাকায় আসতে হয় এবং কাজ শেষে দিনের মধ্যে ফিরে যেতে হয়। রাতে ফ্লাইট চালু হলে তাদের জন্যও সুবিধা হবে। এছাড়া বিশেষজ্ঞ অনেক মৌসুমি ডাক্তারও এখানে চেম্বার করতে আসেন তাদের জন্যও এটা একটা সুবিধা বলে মনে করছেন।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন জানান, আজ রবিবার থেকেই পুর্বঘোষিত রাত ১০টা পর্যন্ত ফ্লাইট উঠানামা কার্যকর হচ্ছে । সামনে যেহেতু পর্যটন মৌসুম তাই পর্যটকদের চাহিদা ও সুবিধার্থে ফ্লাইটের সংখ্যাও বাড়বে বলে জানান।