1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

রাজউক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ এর আলোচনা অনুষ্ঠান

ডেক্স রিপোর্ট:
  • আপডেট এর সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পঠিত হয়েছে

৭অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৪। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “Engaging youth to create a better urban future” যার ভাবার্থ হচ্ছে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৭ অক্টোবর সকাল ৯.০০ টায় রাজউক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ এর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

 

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, মিজ গোয়েন লুইস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ হামিদুর রহমান খান।

 

 

 

বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বাণী দিয়েছেন।

 

 

 

বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে ৭ অক্টোবর সকালে র‍্যালীর আয়োজন করা হয়েছে। সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোষ্টার ও ফেস্টুন স্থাপন করা হবে। বিশ্ব বসতি দিবস ২০২৪ এর প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে।

 

 

 

আলোচনা অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান বিশ্ব বসতি দিবস ২০২৪ এর স্মরণিকা এবং UN- Habitat কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের ভবন ও নির্মাণ খাতের ডিকার্বনাইজেশনের রোডম্যাপ’- এর মোড়ক উম্মোচন করবেন।

 

 

 

উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews