1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

দশম বিপিএলে কার দাম কত?

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত হয়েছে
দশম বিপিএলে কার দাম কত

স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এই আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। ওই দিন নিজেদের দল পরিপূর্ণভাবে সাজাবে এবারের আসরের অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো।

এরই মধ্যে অনেক দল তারকা খেলোয়াড়দের চুক্তির মাধ্যমে সুযোগ থাকায় দলে ভেড়াচ্ছে। সাকিব আল হাসান এবার খেলছেন চিটাগং কিংসের হয়ে। আসন্ন বিপিএল আসরের জন্য মোট ১৮৮ জন ক্রিকেটারের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে দিয়েছে বিসিবি।

ড্রাফটের আগে পুরাতন ফ্র্যাঞ্চাইজিরা একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে, এর সঙ্গে দুজনকে রিটেইনও করতে পারবে তারা। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে। মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং ‘এফ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে। এবারের বিপিএলের ক্রিকেটাররা তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন অন্য আসরগুলোর তুলনায়। গত আসরে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ, ‘এফ’ ১০ লাখ এবং ‘জি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছিলেন।

প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে আছেন ১২ জন করে খেলোয়াড়। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ২২ খেলোয়াড়। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিতে আছেন যথাক্রমে- ২৮, ৫১ ও ৬৩ খেলোয়াড়। দলগুলোর স্কোয়াড সর্বনিম্ন ১২ জন খেলোয়াড়ের হতেই হবে। যেখানে ১০ জন স্থানীয় এবং ২ জন বিদেশি খেলোয়াড় বাধ্যতামূলক থাকতে হবে। বিদেশি খেলোয়াড় যত খুশি তত নিবন্ধন করানো যাবে। তবে খেলানো যাবে সর্বোচ্চ ৪ জন। এ ছাড়া স্থানীয় ক্রিকেটার সর্বোচ্চ ১৪ জন নেওয়া যাবে।
ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে

‘এ’ ক্যাটাগরি (৬০ লাখ): সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

‘বি’ ক্যাটাগরি (৪০ লাখ): আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মাশরাফি বিন মর্তুজা, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

‘সি’ ক্যাটাগরি (২৫ লাখ) : আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরী, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, রাকিবুল হাসান জুনিয়র, রনি তালুকদার, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি।

‘ডি’ ক্যাটাগরি (২০ লাখ): আবু জায়েদ রাহী, আকবর আলী, আলিস আল ইসলাম, আরাফাত সানী, আরিফুল হক, ফজলে মাহমুদ রাব্বি, হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, জিসান আলম, সৈকত আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, নিহাদ উজ জামান, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, রবিউল হক, রুবেল হোসেন, সাদমান ইসলাম, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, সুমন খান, সানজামুল ইসলাম এবং জিয়াউর রহমান।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews