1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

কক্সবাজারে সদ্য প্রয়াত দুই কিংবদন্তি সাংবাদিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নুরুল আমিন হেলালী,কক্সবাজার
  • আপডেট এর সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪৩ বার পঠিত হয়েছে

কক্সবাজারে সদ্য প্রয়াত দুই কিংবদন্তি সাংবাদিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮অক্টোবর (শুক্রবার) চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির উদ্যোগে সভাপতি জামাল হোছাইনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজারের সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দিন।

বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি রুহুল আমিন গাজীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা আরও বলেন,এই দুইজন বরেণ্য সাংবাদিক আমৃত্যু সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম করছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews