1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় মধ্য রমজানে বিমান ভাড়া ও টোল কমছে

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
ইন্দোনেশিয়ায় মধ্য রমজানে বিমান ভাড়া ও টোল কমছে

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজানে বিভিন্ন দেশে ব্যবসায়ী সম্প্রদায় যখন অতিরিক্ত মুনাফা লাভের আশায় পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দেয়, তখন এর ব্যতিক্রম ঘটেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো অভ্যন্তরীণ ফ্লাইটে বিমান যাত্রীদের ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। একই নির্দেশনায় কতগুলো হাইওয়ে বা মহাসড়কে টোল কমাতে বলা হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে।

রাজধানী জাকার্তা ও বন্দরনগরী সুরাবাইয়াসহ বড় বড় শহরে ঈদের আগে মানুষের ঘরে ফেরায় ব্যাপক চাপ পড়ে। এ সময় বিভিন্ন রকম পরিবহণে করে তারা গ্রামের বাড়ি ফেরেন। আত্মীয়স্বজনের কাছে যান নাড়ির টানে। ফলে রেলস্টেশন এবং বিমানবন্দরগুলোতে প্রচণ্ড ভিড় দেখা দেয়।

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট সুবিয়ান্তো বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ রমজান শুরু হওয়ার দুই সপ্তাহ পর কার্যকর হওয়ার কথা।

পবিত্র ঈদুল ফিতর এবং পর্যটনের প্রাণকেন্দ্র বালিতে নীরবতা দিবস (নাইপি) উপলক্ষে বড় বড় মহাসড়ককে টোলমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এ বছর পবিত্র ঈদুল ফিতর এবং নাইপি খুব কাছাকাছি সময়ে পড়েছে।

খবরে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। সেখানে শনিবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। পবিত্র রমজানে ও ঈদুল ফিতরে জনগণ বাড়ি ছুটে যান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন। এ সময়টা স্থানীয়ভাবে মুদিক নামে পরিচিত।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews