1. [email protected] : Masumasian :
  2. [email protected] : Masum Talukdar : Masum Talukdar
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

আগামী ১ মাস মুম্বাই থাকবেন শাকিব, সঙ্গী ইধিকা?

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪ বার পঠিত হয়েছে
শাকিব সঙ্গী ইধিকা

অনলাইন ডেস্ক : একের পর এক সিনেমার কাজ রয়েছে শাকিব খানের হাতে। চলতি বছরই তার সিনেমা ‘তুফান’ সাফল্য পেয়েছেন বাংলাদেশের বক্স অফিসে। এই মুহূর্তে অপেক্ষা তার আসন্ন সিনেমা ‘দরদ’ মুক্তির। এর মাধ্যেই অবশ্য তিনি শুরু করে দিলেন পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এর শুটিং। সেই কারণে মঙ্গলবারই মুম্বাইয়ে পৌঁছচ্ছেন অভিনেতা।

আগামী ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হবে তার অংশের শুটিং। আগামী একমাস মুম্বাইয়েই থাকবেন অভিনেতা। বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ওপারের অভিনেত্রী।

২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম সিনেমার নায়ক জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সিনেমার নাম ‘প্রিয়তমা’। সিনেমাটি দেশের বক্স অফিসে ভালো ব্যবসা করে। তার পর থেকে টলিউডেও সিনেমার প্রস্তাব পাচ্ছেন ইধিকা। এবার দ্বিতীয় বারের জন্য ফের শাকিবের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।

জানা গেছে, আগামী বছর ঈদে বড় পর্দায় মুক্তি পাবে শাকিব-ইধিকা জুটির নতুন সিনেমা‘বরবাদ’।

দয়া করে পোস্টটি আপনার স্যোসাল মিডিয়া শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY LatestNews